স্টামফোর্ড ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ পুনর্বহাল

২৬ আগস্ট ২০২৪, ১২:৩৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটি

বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটি © ফাইল ছবি

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র (এসইউবি) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজকে পুনর্বহাল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র বোর্ড অব ট্রাস্টিজের রোববার (২৫ আগস্ট) অনুষ্ঠিত বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। বোর্ডের অনুরোধে চেয়ারম্যান তাঁর পদত্যাগ প্রত্যাহার করেন এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব পুনর্বহাল হয়েছেন।

এর আগে গত শুক্রবার বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ পদত্যাগ করেন। এরপর ট্রাস্টি পুনর্গঠন হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

আরো পড়ুন: সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন এস আলম, সহযোগিতা করেছে আওয়ামী সরকার

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানান, ট্রাস্টিদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও বিভিন্ন অজুহাতে শিক্ষক-কর্মচারীদের চাকরিচ্যুত করার অভিযোগ থাকায় গত ২২ আগস্ট ভিসির সঙ্গে শিক্ষকরা বৈঠক করেন। তারা ট্রাস্টিদের বিরুদ্ধে কথা বলতে বলেন। এছাড়া শনিবার বেলা ১২টায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই চেয়ারম্যান পদত্যাগ করে ইউনিভার্সিটি বন্ধ করে দেন।

ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইপিজেড নির্মাণে ব্যবহার হচ্ছে পরিবেশবিধ্বংসী ইট!
  • ২৪ জানুয়ারি ২০২৬
জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্যামিলি কার্ডের মত প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করলে জনগণ প্রতিহত করবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬