এবার বিরুলিয়ায় কোটা আন্দোলনে নেমেছে ৪ বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

১৬ জুলাই ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
কোটা সংস্কার আন্দোলন

কোটা সংস্কার আন্দোলন © টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে, সিটি ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির ‍শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে সাভারের বিরুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সড়কে অবস্থান করে এ কর্মসূচি পালন করতে দেখা গেছে।

এছাড়াও সকালে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে কুড়িল বিশ্বরোড অবরোধ করেছেন নর্থ সাউথ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা। জানা গেছে, রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে জমায়েত ও বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে নিজ নিজ ক্যাম্পাসের সামনে ব্র্যাক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।

জানা গেছে, রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় ব্র্যাক ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিক্ষোভ করবেন বলে জানা গেছে। একই সময়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসের সামনে জড়ো হন। তাদেরও দাবি সম্বলিত ব্যানার বহন করতে দেখা গেছে।

কোটা সংস্কারপন্থীরা চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবেন তারা। এরপর চলমান অবরোধ কর্মসূচিও পালন করা হবে বলে তারা জানিয়েছেন। সোমবার (১৫ জুলাই) রাতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

 
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরও এক প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পরিকল্পনা জয় শাহর: ভারতী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: চরমোনাই প…
  • ২৪ জানুয়ারি ২০২৬
২০ বছর পর আজ চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান
  • ২৪ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬