ইইউবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল আন্তঃবিভাগ ‘ল’ অলিম্পিয়াড

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে  © টিডিসি ফটো

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (ইইউবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিভাগ ‘ল’ অলিম্পিয়াড-২০২৪। বৃহস্পতিবার (৬ জুন) আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বুধবার (৫ জুন) প্রথম, দ্বিতীয় ও সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। পরের দিন বৃহস্পতিবার (৬ জুন) হয়েছে ফাইনাল রাউন্ড।

আইনের শিক্ষার্থীদের আইন সম্পর্কিত মেধা বিকাশের লক্ষ্যে এ অলিম্পিয়াডের আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছেন ১১তম সেমিস্টারের শিক্ষার্থী অমরিত সাহা জেমস, রিয়াজ মাহামুদ খান (টিম ডেভিল লইয়ারস)। এছাড়াও অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী পেয়েছেন অংশগ্রহণকারী সনদ।

এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইউবির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মকবুল আহম্মেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলিম দাদ, রেজিস্ট্রার মোহাম্মদ ইউনুসুর রহমান, ডিরেক্টর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ ইমদাদুল হক, বিভাগীয় প্রধান বিজনেস অ্যাডমিনেসট্রেশন ও ডিরেক্টর ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ইভালুয়েশন, অধ্যাপক ড. ফারজানা আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের বিভাগীয় প্রধান দিলরুবা পারভিন। 

পুরো অনুষ্ঠানে  সিনিয়র প্রভাষক কাজী ফারিহা জান্নাত দিক নির্দেশনা দেন। দু' দিনের অনুষ্ঠান উপস্থাপনা ও সার্বিক ব্যবস্থাপনা  করেন সাদিয়া ইসলাম (ভন্টি), প্রভাষক আইন বিভাগ। 

এছাড়াও উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক নওসিন আনজুম, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ সাহারিয়ার সামীম, সাদিয়া সেলিম স্বর্না, সাদিয়া তানজাম হাসান, নূর আফরোজ, মো. মুহতামিন ফারিয়াজ।

অনুষ্ঠানে সভাপতি ও বিভাগীয় প্রধান দিলরুবা পারভিন বলেন, ইইউবি আইন বিভাগ প্রথমবারের মতো ‘ল’ অলিম্পিয়াড আয়োজন করেছে। ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে। ডিপার্টমেন্ট সবসময় তোমাদের মেধা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আয়োজন করবে এবং তোমরা ভবিষ্যৎ প্রোগ্রামগুলোতেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence