ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ‘মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ‘মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান  © সংগৃহীত

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের আয়োজনে শনিবার (১৮ মে) ইউসিএসআই গ্রুপের প্রতিষ্ঠাতা দাতো পিটারের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বিশেষ 'মিট অ্যান্ড গ্রিট" অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর বনানী ক্লাবে প্যানেল আলোচনা হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইউসিএসআই হেলথকেয়ারের চেয়ারম্যান ড. হিশাম আবদুল্লাহ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের একাডেমিক উপদেষ্টামন্ডলীর সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর প্রফেসর ড. আতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. এ কে এনামুল হক, রেজিস্ট্রার প্রফেসর ড. শাহ সামিউর রশীদ এবং প্রভোস্ট চ্যান জো জিম।

এই অনুষ্ঠানের মাধ্যমে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতো পিটারের সাথে মতবিনিময়ের সুযোগ লাভ করে। সেইসাথে দাতো পিটার এই বিশ্ববিদ্যালয় ব্রাঞ্চ ক্যাম্পাস নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের কাছে ব্যক্ত করেন।

এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে দাতো পিটার বলেন, একজন যোগ্য নেতা হিসেবে গড়ে উঠতে সাহসিকতা, ধৈর্যশক্তি, উৎকর্ষ, ও কর্মতৎপরতার সমন্বয় আবশ্যক।

প্রফেসর ড. এ কে এনামুল হক তাঁর বক্তব্যে দেশের প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয় ব্রাঞ্চ ক্যাম্পাসের অংশ হতে পারায় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার, ইউসিএসআই গ্রুপের পরিচালক দাতিন লিলি, ভাইস প্রেসিডেন্ট আনিজা পারভীন, ইউসিএসআই হাসপাতালের পরিচালক ড. গ্যারেথ পিটার, ব্যবসায় শিক্ষা ও ব্যবস্থাপনা অনুষদ এর ডিন প্রফেসর ড. গোলাম আহমেদ ফারুকী, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীবৃন্দ।

অধ্যাপক ড. আতিউর রহমান ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ চাকুরীপ্রাপ্তির বিষয়টি তুলে ধরেন এবং বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের শিক্ষার্থীদের এই সুযোগের সদ্ব্যবহারের প্রতি আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. শাহ সামিউর রশীদ অনুষ্ঠানে উপস্থিত মালয়েশিয়ান অতিথিবৃন্দ ও প্যানেল সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence