নর্থ সাউথ ইউনিভার্সিটির আইইএলটিএস পরীক্ষার্থীদের বৃত্তি দিল ব্রিটিশ কাউন্সিল

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ  © সংগৃহীত

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির আইইএলটিএস পরীক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।

বৃত্তিপ্রাপ্ত তিন কৃতি শিক্ষার্থী হলেন— মোঃ পারভেজ হাসান ইউসুফ, মোঃ মোস্তফা আজাদ, এবং আতিকা লাবিবা। আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ ও ভালো ফলাফলের জন্য তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল থেকে ম্যাক্সিম রাইমান, কান্ট্রি এক্সাম ডিরেক্টর, তাবাসসুম চৌধুরী, ম্যানেজার অফ বিজনেস পারসুট, সাজ্জাদ হোসেন সিয়াম, বিজনেস পারস্যুট অফিসার এবং জুবায়ের নাঈম, মার্কেটিং ম্যানেজার উপস্থিত ছিলেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রফেসর আব্দুর রব খান, কোষাধ্যক্ষ, ড. আহমেদ তাজমীন, রেজিস্ট্রার, ড. হাসানুজ্জামান, ডিরেক্টর ইনচার্জ, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং তাসনিয়া আজমেরী মাদিহা, কো-অর্ডিনেশন অফিসার।

প্রসঙ্গত, এনএসইউ এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে এই পার্টনারশিপের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি IELTS-এর মতো আন্তর্জাতিক পরীক্ষায় প্রবেশের সুবিধা দেয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ