বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষামেলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২১ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৭ PM
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাউবির গাজীপুরস্থ ক্যাম্পাসে “শিক্ষামেলা-২০২৪” আয়োজন করা হয়েছে। আগামী বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করবেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বাউবির বোর্ড অব গভর্নরসের সদস্য শেখ কবির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাউবির উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, পিএইচডি এবং এফআইইউ এর উপাচার্য অধ্যাপক ড. রকীব আহমদ।
শিক্ষামেলা উপলক্ষ্যে সকাল ১০ টায় কেন্দ্রের মূল মিলনায়তনে “সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বে উচ্চশিক্ষার সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে ভর্তিতে থাকছে সবার জন্য ৬০% টিউশন ফি স্কলারশিপের সুযোগ। এছাড়াও মেধার উপর ভিত্তিকরে ১০০% পর্যন্ত স্কলারশিপ। শিক্ষামেলা সকাল ১০ টায় শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিষয় সমূহ হচ্ছে—
ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন:
ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)
ব্যাচেলর অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)
এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ)
এমবিএ ইন প্রজেক্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন
ফ্যাকাল্টি অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স:
ব্যাচেলর অফ আর্টস ইন ইংলিশ
ব্যাচেলর অফ আর্টস ইন ইসলামিক স্টাডিস
মাস্টার অফ আর্টস ইন ইসলামিক স্টাডিস
মাস্টার অফ আর্টস ইন ইংলিশ
ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং:
বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)
বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)
বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
বিএসসি ইন সিভিল অ্যান্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই)
ব্যাচেলর অব আর্কিটেকচার (বি. আর্ক)
এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
ফ্যাকাল্টি অফ সায়েন্স:
এমএসসি ইন কেমিস্ট্রি
এমএসসি ইন সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট
মাস্টার অফ পাবলিক হেলথ (এমপিএইচ)