আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ইভেন্টের গ্র্যান্ড ফাইনাল

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ইভেন্টের গ্র্যান্ড ফাইনাল

আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ইভেন্টের গ্র্যান্ড ফাইনাল © টি

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) হাল্ট প্রাইজের অন-ক্যাম্পাস ইভেন্টের উজ্জ্বল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। পুরো ইভেন্টটি বিশ্বের প্রতিষ্ঠানগুলির ছাত্র-ছাত্রীদের উদ্ভাবন এবং প্রেরণা প্রদর্শনের অসামান্য উদাহরণ। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) এই অন-ক্যাম্পাস প্রোগ্রামটি আইইউবিএটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে নির্দেশনা দেন বিভাগের শিক্ষক ইঞ্জিনিয়ার হাসিবুল ইসলাম এবং মো. রাউনাক সাইফ আদিব। এছাড়া পুরো আয়োজনে স্পন্সর ছিল eShikhon.com এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্যা ডেইলি ক্যাম্পাস।

আয়োজনে "ওয়াটার হিরোস" দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া "গিগা ড্রিমার্স" দল প্রথম রানারআপ  এবং "কোর ৪ চেঞ্জ" দল দ্বিতীয় রানারআপ হিসেবে নির্বাচিত হয়।

এই আয়োজন পরিচালনায় ক্যাম্পাস পরিচালক হিসেবে ছিলেন মো. আসাদুজ্জামান এবং সহকারী ক্যাম্পাস পরিচালক হিসেবে ছিলেন নূর ই জান্নাতুল ফারজানা। এতে অংশ নেয় ৩৫টি দল। প্রথম পর্বে, তারা সবাই তাদের ধারণার সারসংক্ষেপ জমা দেন। 

পরে কেবল ১০টি দল সেমি-ফাইনাল পর্যন্ত নির্বাচিত হল। আবার সেমি-ফাইনাল থেকে মাত্র ৬টি দল গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে। গ্র্যান্ড ফাইনালে, ৬টি দল বিভিন্ন সৃজনশীল সমাধান উপস্থাপন করে।

ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে চাঁদাবাজির প্রমাণাদি বড় পর্দায় দেখাবেন ডাকসু নেতা
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভারত থেকে এলো ১২৫ টন বিস্ফোরক
  • ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ড মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
সেন্টমার্টিনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রলীগ নেতার ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিদেশি স্কোয়াশ চাষে কৃষক সেলিমের সাফল্য
  • ২৫ জানুয়ারি ২০২৬