নর্দান ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে নিয়ে গোলটেবিল বৈঠক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১১:২৮ AM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ১১:৩৫ AM
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) “ইভলভিং ক্যারিয়ার্স ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ট্রেন্ডস ও চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিজ” শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই বৈঠক আয়োজিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির এর উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি মডারেট হিসেবে দেখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ বলেন, বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের ক্রমবর্ধমান উন্নতি সাধন হচ্ছে। বৈশ্বিক সাপ্লাইচেইন ব্যবস্থাপনার সাথে মিলিয়ে দেশের পেশাদারদের প্রয়োজনীয় দক্ষতার অর্জনের উপর জোর দিতে হবে।
গোলটেবিল বৈঠকে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাজমুল আহসান খান, ডিন, বাণিজ্য অনুষদ, নর্দান বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মাশেকুর রহমান খান, প্রেসিডেন্ট, বিএসএইচআরএম, মোহাম্মদ জিয়া উদ্দিন, সাপ্লাই ডিরেক্টর, রেকিট বেনকিজার বিডি, মো. নাহিদুল ইসলাম, সিইও, দ্য লিন সিক্স সিগমা কোম্পানি, পারভেজ সাজ্জাদ, সাপ্লাই চেইন ডিরেক্টর, নেসলে বাংলাদেশ লিমিটেড, মোহাম্মদ আবদুল আউয়াল, জেনারেল সেক্রেটারি, বিএসসি এমএস, মাহবুব আহমেদ চৌধুরি, এফসি আইপিএস, এসভিপি এবং হেড অব প্রকিউরমেন্ট, দ্য সিটি ব্যাংক লিমিটেড।
বক্তারা অকপটে সাপ্লাই চেইন পেশাদাররা যে সকল চ্যালেঞ্জর মুখোমুখি হন তা নিয়ে খোলামেলা আলোচনা করেন। একই সাথে মিড লেভেল ম্যানেজারদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, একেএম নুরুল হুদা, সাপ্লাই চেইন কনসালটেন্ট, মো. মাজাদুল হক, গবেষণা পরিচালক, সিইএ, কমডোর মোহাম্মদ আব্দুর রাজ্জাক (অব.) এমডি সুরমা গার্মেন্টস লিমিটেডের উপদেষ্টা, ফয়সাল আলম, হেড অফ সাপ্লাই প্ল্যানিং, নেসলে বাংলাদেশ লিমিটেড, মো. রুম্মান হোসেন, এসসিএম, রক এনার্জি লিমিটেড, নুরে এ. খান, হেড অফ অপারেশনস, পালমাল গ্রুপ এবং মোহাম্মদ আরিফ আনোয়ার, সিনিয়র স্পেশালিস্ট, স্ট্র্যাটেজিক সোর্সিং।