গোপনীয়তা নিশ্চিতকরণ শীর্ষক সাপ্তাহিক সেমিনার
আমরা অনলাইনে যত উপস্থিতি বাড়াচ্ছি, ততই আমাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা কমছে। ইন্ডিপেন্ডেট ইউনিভারসিটি বাংলাদেশ (আইইউবি) অনুষ্ঠিত সেমিনারে এমন মন্তব্য করেন বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড পরিচালক রাকিব আহমেদ। গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারটির প্রতিপাদ্য বিষয় ছিলো ‘তথ্যপ্রযুক্তি শিল্পের তথ্য-উপাত্তের সুরক্ষা ও এর গোপনীয়তা নিশ্চিতকরণ’।
রাকিব আহমেদ আরো বলেন, গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক সিটিতে ৭ একর জমির ওপর গড়ে উঠেছে এই জাতীয় তথ্যভাণ্ডার বা ন্যাশনাল ডেটা সেন্টার। বক্তব্যে দেশের প্রথম ক্লাউড ডেটা সেন্টার ‘মেঘনা ক্লাউড’ নিয়ে আলোচনা করেন। নিজস্ব প্রযুক্তি ও জনবলের মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ ক্লাউড’ শিরোনামে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) এবং জেননেক্সট টেকনোলজি লিমিটেড যৌথ উদ্যোগে এই ক্লাউড ডেটা সেন্টার গড়ে তোলে বলে জানান তিনি।
বর্তমানে তথ্য প্রযুক্তির অগ্রগতির সময়ে এসেও আমাদের দেশের মানুষ নিজেদের তথ্যের গোপনীয়তার বিষয়ে তেমন একটা সচেতন নন। এর ফলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য অনেক বেশিই প্রকাশ করে থাকেন হরহামেশাই।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও লিগ্যালাইজড এডুকেশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার তাসনুভা শেলীর সঞ্চালনায় সেমিনারে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইন্ডিপেন্ডেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান ডঃ বোরহান উদ্দিন খান। তিনি তার বক্তব্যে তথ্য সুরক্ষা সপ্তাহ ২০২৪ এবং এর গুরত্ব নিয়ে আলোচনা করেন।

এছাড়াও এই সেমিনারে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেট বিশ্ববিদ্যালয়য়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ডঃতরিকুল ইসলাম তার বক্তব্যে ব্যক্তিগত এবং বিভিন্ন সংস্থার তথ্য সুরক্ষার মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেন।
এসএসএল ওয়ারলেসের রিস্ক এন্ড কমপ্লেইন্স হেড মোজাহিদ কবির বলেন, ‘আমাদের দেশের তথ্য সুরক্ষা নীতিমালা বৈশ্বিক নীতিমালার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা খতিয়ে দেখতে হবে।এছাড়াও তিনি তার আলোচনায় সাধারণ সাইবার সিকিউরিটিগুলো চিহ্নিতকরণ নিয়ে কথা বলেন।
এই সেমিনারে উপস্থিত ছিলো ইন্ডিপেন্ডেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪০ জন শিক্ষার্থী। এই সেমিনারে উপস্থিত অতিথিদের কাছে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ছিলো তথ্যের গোপনীয়তার বিষয়ক।