নারী ও হিজড়াদের অধিকারের পক্ষেই সংগ্রাম করে যাচ্ছি: আসিফ মাহতাব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:২৪ PM
ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত হওয়া ফিলোসফির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব বলেছেন, আমাদের একটা জিনিস পরিষ্কার থাকার জরুরি। আমরা নারী ও হিজড়াদের অধিকারের পক্ষেই সংগ্রাম করে যাচ্ছি।
“আমরা যদি আমাদের হিজড়া ভাই-বোন, ছেলে-মেয়েদের পক্ষে সংগ্রাম না করি, তাহলে যেসব কাপুরুষ (ট্রান্সজেন্ডার) তাদের থেকে তাদের অধিকার ছিনতাই করে নিয়ে যেতে চাচ্ছে। তারাই জয়ী হবে। এটা আমরা বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নেব না এবং ওদের পক্ষে আমরা সংগ্রাম চালিয়ে যাব।”
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
স্ট্যাটাসে আসিফ মাহতাব বলেন, বাংলাদেশের কিছু উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি চাচ্ছে হিজড়াদের আমাদের থেকে আলাদা করে দিতে, কিন্তু হিজড়া আমাদের আলাদা কেউ না। তারা আমাদেরই ছেলে-মেয়ে, ভাই-বোন। তারা কেন গুরু মা বা অন্য কারো সাথে অন্য কোথাও যাবে? তারা থাকবে তাদের বাবা মার সাথে। তারা থাকবে আমাদের সমাজের মাঝে। তারা আমাদের সাথে স্কুলে যাবে, আমাদের সাথে রেস্টুরেন্টে যাবে। তারা থাকবে আমাদের মধ্যেই।
“সাম্প্রদায়িক শক্তিরা চাচ্ছে যাতে তারা যাতে আমাদের থেকে আলাদা হয়ে যাক। তারা অন্য কেউ হয়ে যাক। কিন্তু তারা অন্য কেউ নয়। তারা আমাদেরই অংশ।”
তিনি আরও বলেন, শারীরিকভাবে যারা পুরুষ, যারা নারীর অধিকার চাচ্ছে, বা যে সব পুরুষ সার্জারি অথবা ড্রাগের মাধ্যমে নারীর অবয়ব নিচ্ছে (ট্রান্সজেন্ডার), তারা আসলে আমাদের ভাই-বোন, ছেলে-মেয়ে যারা হিজড়া তাদের অধিকার ছিনতাই করার চেষ্টা করছে। এটা আমরা কোনোদিন মেনে নেব না।
“আমি বেশ কিছুদিন আগে যারা প্রকৃত হিজড়া তাদের সাথে যোগাযোগ করি। আমি তাদেরকে জিজ্ঞাসা করি এই অন্যায় এবং অবিচার যে তাদের সাথে হচ্ছে এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ কেন করছে না।”
আসিফ মাহতাব বলেন, তারা জানায় তারা ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে যে তাদের যতটুকু অধিকার আছে সেটাও কেড়ে নেয়া হবে প্রতিবাদ করলে। এই ভয়ে তারা প্রতিবাদ করছে না।