সেই শিক্ষকের অফিসিয়াল ই-মেইল ডিজেবল করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

শিক্ষক আসিফ মাহতাব
শিক্ষক আসিফ মাহতাব  © সংগৃহীত

দেশের নতুন শিক্ষাক্রমের সমালোচনা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরি হারানোর পথে বিশ্ববিদ্যালয়টির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। গতকাল রবিবার (২১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়েছে। পরে নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোন প্রকার মন্তব্য করেনি।

এদিকে, বিশ্ববিদ্যালয় থেকে দেয়া ফিলোসফির খণ্ডকালীন সেই শিক্ষকের অফিসিয়াল ই-মেইলটি ডিজেবল করে দিয়েছে বলে জানিয়েছেন আসিফ মাহতাব। আজ সোমবার (২২ জানুয়ারি) বিকেলে ফেসবুকের এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

ই-মেইলটি ডিজেবল করে দেয়ার একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, আমার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল ডিজেবল করে দেয়া হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে, গত শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে অংশ নেন শিক্ষক আসিফ মাহতাব।

আরও পড়ুন: ‘শরীফ’ থেকে ‘শরীফা’ হওয়ার গল্প পাঠ্যবই থেকে ছিঁড়ে প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষকের

অনুষ্ঠানে তিনি বলেন, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এসময় তিনি এই পাঠ্যবই থেকে ‘শরীফ’ থেকে ‘শরীফা’ হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন। সংশ্লিষ্টরা বলছেন, আসিফ মাহতাবের এমন কর্মকাণ্ড ব্র্যাক বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence