ভাড়া ভবন ছাড়তে এশিয়া প্যাসিফিককে ফের চিঠি দেবে ইউজিসি

ইউএপি ও ইউজিসি লোগো
ইউএপি ও ইউজিসি লোগো  © ফাইল ছবি

স্থায়ী সনদ পাওয়ার পরও শপিংমলের ভাড়া করা কক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে (ইউএপি)’ শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় ফের ইউএপিকে চিঠি দেবে তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশিন (ইউজিসি)। চিঠিতে স্থায়ী ক্যাম্পাসে যেতে সময়সীমা বেধে দেওয়া হতে পারে বলে জানা গেছে। 

এর আগে ইউজিসির শোকজের জবাবে ইউপিএ জানিয়েছে, শপিংমলটি ইউএপির ক্যাম্পাস সংলগ্ন। স্থায়ী ভবন নির্মাণের জন্য জায়গা না পাওয়ায় তারা ওই ভবনে কিছু কার্যক্রম পরিচালনা করছিলেন। শিগগিরই তারা তাদের সকল কার্যক্রম স্থায়ী ভবনে পরিচালনা করবেন। তবে ইউএপির এই জবাব সন্তোষজনক না হওয়ায় ফের চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে ইউজিসি। 

এ বিষয়ে ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এশিয়া প্যাসিফিক চিঠির যে জবাব দিয়েছে তা সন্তোষজনক নয়। আমরা পুনরায় তাদের চিঠি পাঠাব। চিঠিতে ভাড়া ভবন ছাড়তে একটি নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হবে। এই সময়সীমার মধ্যে ভাড়া ভবনে পাঠদান বন্ধ না করলে আমরা কঠোর সিদ্ধান্ত নেব।’

এর আগে গত বছরের ৩০ অক্টোবর ‘শপিংমলের ভাড়া কক্ষে পাঠদান করছে স্থায়ী সনদ পাওয়া এশিয়া প্যাসিফিক’ শিরোনামে দ্যা ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ৫ নভেম্বর এ বিষয়ে ইউএপি কর্তৃপক্ষকে নোটিশ পাঠায় ইউজিসি।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ওমর ফারুক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘শিক্ষা বিষয়ক অনলাইন পত্রিকা thedailycampus.com-এ প্রকাশিত ‌খবরটি কমিশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৯ ও ১৩ ধারা অনুযায়ী সনদ প্রাপ্তির পর ভাড়াকৃত বাড়িতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এছাড়াও উক্ত আইন অনুযায়ী সনদপত্রের শর্তাবলীর তথ্য গোপন করে বিশ্ববিদ্যালয়টি সনদের জন্য আবেদন করে এবং সনদপ্রাপ্ত হয়।’

এতে আরও বলা হয়, ‘প্রকাশিত খবর এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী সনদপত্রের শর্ত লঙ্ঘন এবং তথ্য গোপন করে কেন সনদের জন্য আবেদন করা হয়েছিলো সে বিষয়ে আপনার বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence