এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ  © সংগৃহীত

“স্বল্প খরচে, মানসম্মত উচ্চ শিক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করেছে বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ উপলক্ষ্যে আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ‘১৯৯৬ সালে দেশমাতৃকার প্রয়োজনে গ্রাম নগর শহর আর প্রান্তিক পর্যায়ে উচ্চশিক্ষা পৌঁছে দিতে এবং দক্ষ, যোগ্য ও নৈতিকতা সম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতেই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু।’

সভাপতির বক্তৃতায় এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান বলেন “স্বল্প খরচে, মানসম্মত উচ্চ শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই ২০২৪ সালে আমাদের সার্বিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। মানসম্মত শিক্ষার বিকল্প নেই, সৎ ও যোগ্য দক্ষ জনশক্তি তৈরিতে এশিয়ান ইউনিভার্সিটি বদ্ধ পরিকর।

এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক বলেন, সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম দিয়ে এইউবি তার শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে। আগামীতে আমরা বিশ্ব র‌্যাংকিং সর্বাত্মক প্রস্ততি গ্রহণ করেছি।

এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের শিক্ষাব্যয় কমিয়ে আনতে সর্বক্ষেত্রে ২৫ ভাগ ছাড়ের ব্যবস্থা করেছি। এছাড়াও মেধাবীরা পাচ্ছে শতভাগ ছাড়। মুক্তিযোদ্ধার সন্তানরা পাচ্ছে সম্পূর্ণ বিনাখরচে পড়ার সুযোগ।

জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এরপর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য র‍্যালি, ক্যাম্পাসের চারপাশে র‍্যালি ঘুরে এসে আবার ক্যাম্পাসে শেষ হয়।

উদ্‌বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি  মিসেস সালেহা সাদেক, সিন্ডিকেট সদস্য এস এম ইয়াছিন আলী, এইউবির বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ, অ্যালামনাই, আমন্ত্রিত অতিথি, ছাত্রছাত্রী  ও কর্মকর্তা কর্মচারীগণ।

আলোচনা সভার পর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ২৮ পাউন্ড কেক কাটা হয়। এরপর টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কবি সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব এবং এইউবি সম্মানিত ট্রাস্টি বোর্ড ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা কর্মচারী ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে।

আরও পড়ুন: স্থায়ী ক্যাম্পাস দিয়ে শুরু, শিক্ষার্থীদের অর্জনে বছর শেষ স্টামফোর্ডের

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুক্তাশা দীনা চৌধুরী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভুঁইয়া।

এছাড়াও এইউবির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪ উপলক্ষ্যে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রয়েছে রোবটিক্স কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, ক্রিকেট টুর্নামেন্ট, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফেস্টিভ্যাল, ক্রীড়া প্রতিযোগিতা ও ফ্যামিলি ডে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence