রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শ্রদ্ধা নিবেদন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে এই শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অনুষদের ডীন, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপস্থিত সকলে একাত্তরের ১৪ ডিসেম্বরে শাহাদাত বরণকারী সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে দেশকে মেধাশূন্য করতে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে পাকিস্তানি বাহিনী। তাই প্রতি বছর দিনটিতে দেশ বরেণ্য শহীদ ব্যক্তিদের শ্রদ্ধাভরে স্মরণ করে দেশের সর্বস্তরের মানুষ। তারই ধারাবাহিকতায় দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই দিনকে স্মরণ করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।