নেপালের আন্তর্জাতিক কনফারেন্সে পোর্ট সিটির শিক্ষকের অংশগ্রহণ

০৭ নভেম্বর ২০২৩, ১০:০৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
ইন্টারন্যাশনাল ইয়ুথ এক্সচেঞ্জ অন এন্টারপ্রেনারশিপ এ্যান্ড এনভাইরনমেন্ট কনফারেন্স

ইন্টারন্যাশনাল ইয়ুথ এক্সচেঞ্জ অন এন্টারপ্রেনারশিপ এ্যান্ড এনভাইরনমেন্ট কনফারেন্স © টিডিসি ফটো

নেপালের ধুলিখেলে চারদিন ব্যাপী টেকসই পরিবেশ বির্নিমান ও সামাজিক উদ্যোক্তা তৈরি নিয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইয়ুথ এক্সচেঞ্জ অন এন্টারপ্রেনারশিপ এ্যান্ড এনভাইরনমেন্ট-২০২৩ (আইওয়াইই) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর আয়োজিত এই কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি ও স্পিকার হিসেবে অংশ নিয়েছেন চট্টগ্রামের বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল।

আন্তর্জাতিক এই কনফারেন্সে বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, সুইডেন ও নেপালসহ পাঁচটি দেশের সর্বমোট ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কনফারেন্সে প্রশান্ত কুমার শীল ‘মিডিয়া এন্টারপ্রেনারশিপ: অ্যা কনসেনশুয়েল ডেফিনিশন’ নিয়ে ৩৫ মিনিটের একটি অংশগ্রহণমূলক সেশন নেন। এতে তিনি নতুন উদ্যেক্তা তৈরিতে মূল ধারার গণমাধ্যম কতটুকু শক্তিশালী ভূমিকা পালন করে এই নিয়ে নিজের গবেষণা উপস্থাপন করেন। 

এসময় তিনি বলেন, গণমাধ্যমই হলো সমাজিক উন্নয়নের বার্তা প্রেরণের অন্যতম অধ্যায়। সমাজের প্রভূত উন্নয়ন সাধনে ও নতুন সমাজিক প্রেক্ষাগৃহ বিনির্মাণে মিডিয়া এন্টারপ্রেনারশিপ আবশ্যকীয় বিষয়। 

কনফারেন্সটি আয়োজন করেন নেপালের পরিবেশবাদী সংগঠন ‘সোসাইটি ফর এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারস’ (এসইইএন) ও সামজিক গবেষণাধর্মী সংগঠন ‘সোসাইল ল্যাব’। নেপালের সামজিক সংগঠনের পাশাপাশি জাতিসংঘের রাশিয়ার কনসুলেট (রাষ্ট্র-প্রতিনিধির অফিস) এতে সহকারী হিসেবে সহযোগিতা করেন। এছাড়া অন্যান্য সহযোগিতায় ছিল নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়।

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষ্যে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ২৬ জানুয়ারি ২০২৬
দুই যুগ পর ময়মনসিংহ আসছেন তারেক রহমান, ব্যাপক জনসমাগমের প্র…
  • ২৬ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজদের বুকে টেনে অন্য ভালো কাজে যুক্ত করব: জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
 পাকিস্তানের বয়কট সিদ্ধান্তে সমর্থন ক্রিকেটারদের
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৫০, আবেদন এসএসসি পাসেই
  • ২৬ জানুয়ারি ২০২৬