ক্যান্সারের কাছে হার মানলেন দেশ বরেণ্য শিক্ষক ড. মোহাম্মদ রহমতুল্লাহ

অধ্যাপক ড. মোহাম্মদ রহমতুল্লাহ
অধ্যাপক ড. মোহাম্মদ রহমতুল্লাহ  © সংগৃহীত

ক্যান্সারের সাথে ‍যুদ্ধ করে মৃত্যুবরণ করেছেন দেশ বরেণ্য শিক্ষক এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা)’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রহমতুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ড. মোহাম্মদ রহমতুল্লাহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ পরিবার।

মোহাম্মদ রহমতুল্লাহ ২০০২ সাল থেকে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের জীব বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়, অবার্ন বিশ্ববিদ্যালয় এবং পেন স্টেট ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিন প্রভৃতি বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন।

এর আগে তিনি ইউডা’র উপ-উপাচার্য ছিলেন। ২০২২ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নিযুক্ত হন।

প্রখ্যাত ব্যক্তিত্ব, শিক্ষক ও গবেষক অধ্যাপক রহমতুল্লাহ প্রাকৃতিক উপাদান ও ঔষধ আবিষ্কারে অবদান রাখায় আয়ুনস গোল্ড মেডেল, জিএনওবিবি গোল্ড মেডেল এবং ইন্ডিয়ান সোসাইটি অফ এথনোফার্মাকোলজি সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি বর্তমানে এশিয়ান সোসাইটি অফ ফার্মাকোগনোসির সভাপতিও।


সর্বশেষ সংবাদ