সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন ট্রেজারার অধ্যাপক একরামুল ইসলাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ১১:৪০ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ১১:৪৫ PM
সোনারগাঁও ইউনিভার্সিটিতে (এসইউ) নতুন ট্রেজারার নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলামকে আগামী ৪ বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে আজ রোববার সোনারগাঁও ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠানিকভাবে নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলামকে বরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—সোনারগাঁ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসান,সাবেক ট্রেজারর ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর মো. আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মাবুদ, রেজিস্টার এস, এম, নূরুল হুদা এবং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধান, কো-অর্ডিনেটর ও ইউনিভার্সিটির উর্দ্ধতন কর্মকর্তারা।