বিশ্ব ফার্মাসিস্ট দিবসে এসইউবির বর্ণাঢ্য আয়োজন

এসইউবির ‘স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’ বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে
এসইউবির ‘স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’ বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে  © সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ‘স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র অধীনে পরিচালিত ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘Pharmacy strengthening health systems’। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

বেলুন এবং পায়রা উড়ানোর মধ্য দিয়ে র‍্যালির সূচনা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের প্রাক্তন ডিন ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, এসউবির উপদেষ্টা অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) কে এম সালজার হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. হাসান কাওসার, রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জামাল হোসেন, স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র নব নিযুক্ত ডীন অধ্যাপক মো. সাইফুল ইসলাম পাঠান এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কোহিনূর বেগম।

আরো পড়ুন: নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সোশিও ক্যাম্পের ২য় কর্মশালা অনুষ্ঠিত

আরো উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক পরিচালক মতিউর রহমান এবং ড. খন্দকার সগির আহমেদ, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং অপেরেশনস’র পরিচালক মুহসিন মিয়া, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রেগুলেটরি কমপ্লায়েন্সের ম্যানেজার এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামছুল আলম প্রমুখ।

এ উদযাপনের অংশ হিসেবে ফার্মেসী বিভাগে সারাদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা, ফার্মা অলিম্পিয়াড, ইনডোর গেমস, কালচারাল প্রোগ্রামসহ নানা ধরনের ইভেন্টে মুখরিত ছিল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মেইন ক্যাম্পাস। বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৩ পালনে সহায়তা করার জন্য এসউবির স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র পক্ষ থেকে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence