বিউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
বিইউবিটি সোশাল ওয়েলফেয়ার ক্লাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

বিইউবিটি সোশাল ওয়েলফেয়ার ক্লাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) দিনব্যাপি রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বিউবিটি সোশাল ওয়েলফেয়ার ক্লাব এবং রেডক্রিসেন্টের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিইউবিটি উপাচার্য প্রফেসর ড. মো. ফৈয়াজ খান এই কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠান উদ্বোধনকালে বিউবিটি উপাচার্য প্রফেসর ড. ফৈয়াজ খান বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের এই ধরনের উদ্যোগের ভূয়াসী প্রশংসা করে বলেন, বিইউবিটি শিক্ষার্থীরা সর্বদাই সমাজসেবামূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আর বর্তমান ডেঙ্গুর প্রকোপে যেখানে প্রতিদিনই প্রচুর মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে সেখানে এই ধরনের কাজ সত্যিই প্রশংসার দাবীদার।

এসময় উপস্থিত ছিলেন বিউবিটি সোশাল ওয়েলফেয়ার ক্লাবের মডারেটর এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এবং বিউবিটি মেডিকেল সেন্টার চিকিৎসক সহ বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে বিউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব প্রতিনিয়ত বিভিন্ন  সমাজসেবামূলক কর্মকান্ড যেমন, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় পুনর্বাসন এবং শীতবস্ত্র বিতরণের মতো কাজগুলো করে আসছে।

নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬