দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে বিদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. আকমলজন ওডিলভের সঙ্গে শাহপরান

ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. আকমলজন ওডিলভের সঙ্গে শাহপরান © টিডিসি ফটো

শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সমৃদ্ধ সেন্ট্রাল এশিয়ার দেশ উজবেকিস্তানের সরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শাহপরান নামে বাংলাদেশী সাবেক এক শিক্ষার্থী। ওই বিশ্ববিদ্যালয়ের নাম ‘সিল্ক রোড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ ট্যুরিজম অ্যান্ড কালচারাল হেরিটেজ’। যেটি উজবেকিস্তানের প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক সরকারি বিশ্ববিদ্যালয়।

ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)’ সাবেক শিক্ষার্থী শাহপরান এর আগে উজবেক সরকারের কর্তৃক ফুল ফান্ডেড স্কলারাশীপ নিয়ে একই ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। সম্প্রতি তিনি এ বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের অধীনে লজিস্টিক্সের (ট্যুরিজম একটিভিটি) পূর্ণকালীন প্রভাষক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি গত মাসের মাঝামাঝি সময়ে এই নিয়োগের ভাইভা দিয়েছিলেন। পরে চলতি মাসের শুরুর দিকে তার নিয়োগ চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

জানা যায়, মোহাম্মদ শাহপরান ইউআইটিএস এর ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে স্নাতক শেষ করে ২০২২-২৩ সেশনে উজবেক সরকারের কর্তৃক ফুল ফান্ডেড স্কলারাশীপ নিয়ে একই ইউনিভার্সিটিতে লজিস্টিক্স ইন ট্যুরিজম সেক্টরে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি কুমিল্লার হোমনা উপজেলায় জন্মগ্রহণ করেন। ৮ ভাইবোনের মধ্যে শাহপরান সবার ছোট।

মোহাম্মদ শাহপরাণ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা করার চেষ্টা করব। এই বিশ্ববিদ্যালয়টি পর্যটন অধ্যয়ন, সাংস্কৃতিক অধ্যয়ন, সৃজনশীল শিল্প, পর্যটন সরবরাহ ইত্যাদির জন্য মধ্য এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়।

রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬