স্টেট ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে যোগদান করলেন ড. হাসান কাওসার

২৯ আগস্ট ২০২৩, ০৪:২৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
অধ্যাপক ড. মো. হাসান কাওসারের যোগদান

অধ্যাপক ড. মো. হাসান কাওসারের যোগদান © টিডিসি ফটো

বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ট্রেজারার হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. মো. হাসান কাওসার। রবিবার (২৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিনসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় তিনি উপাচার্য মহোদয়ের কার্যালয়ে একটি পত্র দিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর উপাচার্যসহ অন্যান্যদেরকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তুবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সদ্য যোগদানকৃত ট্রেজারারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মো. হাসান কাওসারকে আগামী ৪ বছরের জন্য স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ ট্রেজারার পদে নিয়োগ দেয়া হয়।

ড. কাওসার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ফার্মেসি বিভাগের একজন অধ্যাপক, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিন দশকের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে তার। এ পর্যন্ত তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে ৮০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি বেশ কয়েকটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন।

ডা. কাওসার বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের ফার্মাসি কাউন্সিলের সদস্য। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটির একজন বিশেষজ্ঞ সদস্য এবং ২০১২ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক ওষুধ ও ফার্মেসি সম্পর্কিত ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ড. কাওসার বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য। তিনি দেশ বিদেশের একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। 

মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬