পুন্ড্র ইউনিভার্সিটির সামার সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

২৫ আগস্ট ২০২৩, ০৬:১৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
পুন্ড্র ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরা

পুন্ড্র ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরা © টিডিসি ফটো

বেসরকারি পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সামার ২০২৩ সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ (ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। 

অনুষ্ঠানে শিক্ষার্থীসহ সকল বিভাগের প্রধান ও শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে বলেন। এ সময় ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম ও ক্যাম্পাস সম্পর্কে নবাগত শিক্ষার্থীদের অবগত করতে অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই- ফজলুল শিক্ষার্থীদের তাদের গ্রাজুয়েশনের জন্যে পুন্ড্র ইউনিভার্সিটিকে বেছে নেয়াকে সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। 

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুন্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। তিনি চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষার্থীদের অধ্যবসায়ী হতে বলেন। 

প্রফেসর ড. হোসনে-আরা বেগম বলেন নিজের ভাগ্য নিজেকেই গড়ে তুলতে হবে। তার জন্যে পরিশ্রমী হতে হবে সবাইকে। আগামীর স্মার্ট বাংলাদেশ তৈরিতে পুন্ড্র ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. মাহমুদ হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনসার আলী তালুকদার।

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ এবং ভূ তত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের প্রফেসর মুশফিক আহমেদ, পুন্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) ভাইস-চেয়ারম্যান রোটা. ডা. মো. মতিউর রহমান, বিওটি ট্রেজারার মো. জাহেদুর রহমান এবং বিওটি সদস্য আয়শা বেগম অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬