আইইউবিএটির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মাহমুদুর রহমান 

২৩ আগস্ট ২০২৩, ০৮:০২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
অধ্যাপক  ড. মো. মাহমুদুর রহমান

অধ্যাপক  ড. মো. মাহমুদুর রহমান © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির  (আইইউবিএটি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক  ড. মো. মাহমুদুর রহমান। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তিনি  যোগদানের তারিখ হতে আগামী  চার বছরের জন্য এই পদে নিয়োগ  পেয়েছেন।
 
অধ্যাপক  ড. মো. মাহমুদুর রহমান ১৯৯৩ সালে কানাডার ম্যানিটোবা ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্টাল সাইকোলজিতে তার পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

তিনি ২০১০- ২০১২  সালে প্রিন্সেস মেরিনা হাসপাতালে, গ্যাবোর্ন, বতসোয়ানার ক্লিনিকাল সাইকোলজি বিভাগের প্রধান হিসাবে কাজ করেছেন। অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান একজন অনুশীলনকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং একজন হিপনোথেরাপিস্ট, যিনি, লন্ডন, যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকা থেকে সম্মোহন থেরাপিতে প্রশিক্ষিত।

তিনি ১৯৮১ সালের জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে তার মনোবিজ্ঞান কর্মজীবন শুরু করেন এবং অবশেষে ২০০৩ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৫ সাল থেকে একই বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি একজন  গবেষক, লেখক, ক্লিনিকাল অনুশীলনকারী, গবেষণা সুপারভাইজার, ক্লিনিকাল সুপারভাইজার এবং পরামর্শক হিসাবে তার ভূমিকা অব্যাহত রেখেছেন।

মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬