সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিমের জার্সি উন্মোচন

২১ জুলাই ২০২৩, ০৭:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অতিথিদের সাথে ইউনিভার্সিটি ক্রিকেট টিমের খেলোয়াড়রা

অতিথিদের সাথে ইউনিভার্সিটি ক্রিকেট টিমের খেলোয়াড়রা © টিডিসি ফটো

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিমের জার্সি উন্মোচন করেছে বিশ্ববিদ্যালয়টি। আজ শুক্রবার (২১ জুলাই) গ্রিন রোডস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাস অডিটোরিয়ামে জার্সি উন্মোচন করা হয়।

সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটি এবং যাচাই ডট কম লিমিটেডের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর আল-আমিন মোল্লা।

আরও পড়ুন: সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হলেন ক্রিকেটার রনি তালুকদার

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ বলেন, আমি সবসময়ই খেলা প্রিয় মানুষ ছিলাম। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কো-কারিকুলার কার্যক্রমে অংশগ্রহণ না করলে তারা মানবিক মানুষ হতে পারবে না। আমি আশা করি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে পাস করে শিক্ষার্থীরা মানবিক মানুষ হয়ে বের হবে।

তিনি শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার সাথে সাথে সোনারগাঁও ইউনিভার্সিটিকে তাদের নিজেদের মনে ধারণ করার কথাও বলেন। তিনি বলেন, আমি আশাবাদী ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিম নিয়ে আসবে।

সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসান বলেন, আজ থেকে আমাদের কাউন্ট ডাউন শুরু হচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য এবং সেই উত্তেজনার ঝড় আমরা এখন থেকে উপলব্ধি করছি, আমাদের প্লেয়াররা কখন মাঠে নামবে।

তিনি আরও বলেন, খেলাধুলা কর্মদক্ষতা বৃদ্ধি করে, সৃজনশীলতা আনে, মানসিক বিকাশে সহায়তা করে এবং অভিজ্ঞতা বৃদ্ধিসহ দলবদ্ধ হয়ে কাজ করা ও সময়ের সদ্ব্যবহার করা শেখায়। যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তাই খেলাধুলা শিক্ষা ও জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, সোনারগাঁও ইউনিভার্সিটি খেলাধুলার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর  প্রমাণ আমাদের ক্রিকেট টিমের এই টুর্নামেন্টে অংশগ্রহণ ও আজকের এই জাকজমকপূর্ণ জার্সি উন্মোচনের অনুষ্ঠান।

সোনারগাঁও ইউনিভার্সিটির প্রভাষক সাদিয়া তাসনিম বর্ষা ও প্রভাষক শাহরিয়ার শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসইউ’র ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম, টিম ম্যানেজার ও আইকিউএসি অ্যান্ড সিআরটি’র ডেপুটি ডাইরেক্টর আবু হানিফ, টিম কোচ ও এডমিশন অফিসার মো: রাসেল আহমেদ, টিম ক্যাপ্টেন ও স্পোর্টস কো-অর্ডিনেটর মেহেরাব হোসেন জসি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, সব বিভাগীয় প্রধান, পরিচালক, লাইব্রেরিয়ান, শিক্ষকমন্ডলী, মিডিয়ার প্রতিনিধি এবং শিক্ষার্থীরা।

জার্সির মোড়ক উন্মোচন শেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে ছুরি দেখিয়ে ৩০ হাজা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ন গ্রুপ, আবেদন শেষ ৫ …
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে ১০২৭ জনের রোল ব্লকড
  • ২৭ জানুয়ারি ২০২৬
কুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য জরুরি নির্দেশনা
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারে হামলা, প্রথমবারের মতো মহাসমাবেশের ঘোষণা ম…
  • ২৭ জানুয়ারি ২০২৬