নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ মিলল গাজীপুরে বনে

১৭ জুন ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM

© সংগৃহীত

নিখোঁজের চারদিন পর গাজীপুরের কালিয়াকৈরে বন থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার রতনপুর ধোপাচালা এলাকার বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান। 

নিহত রিয়াদ হোসেন (২২) দিনাজপুরের ফুলপুর থানাধীন বাসুদেবপুর খয়েরবাড়ি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তিনি রাজধানীর মিরপুর প্রাইম ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই বনের ভেতর ফাঁকা জায়গায় একটি লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় ওই শিক্ষার্থীর পকেটে একটি পরিচয়পত্র পাওয়া যায়। সেখান থেকে তার নাম-ঠিকানা সংগ্রহ করে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে তিনি চারদিন আগে নিখোঁজ হয়েছিলেন। 

আরও পড়ুন: ফুটবল খেলা নিয়ে বিরোধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আকবর আলী খান বলেন, রিয়াদ হোসেন গাজীপুরের শিমুলতলী এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন। সেখান থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতেন। চারদিন আগে মেস থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। 

তিনি আরও জানান, নিখোঁজের ঘটনায় ওই ছাত্রের পরিবারের সদস্যরা গাজীপুর মহানগরের সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। 

ওসি আকবর আলী জানান, লাশে পচন ধরায় শরীরে কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের চাচা মাহফুজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬