আরও একটির অনুমোদন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন ১১৩

২১ মে ২০২৩, ০৯:৫৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
চলতি বছর অনুমোদন পাওয়া ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

চলতি বছর অনুমোদন পাওয়া ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

দেশে নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, কাদিরাবাদ’ নামে নতুন এই বিশ্ববিদ্যালয় হবে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে।

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নামে কুমিল্লা, নাটোর, নীলফামারী, খুলনায় আরও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়টি নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১১৩।

‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, কাদিরাবাদ’ নামে এই বিশ্ববিদ্যালয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১০ ধারা অনুযায়ী দুই শর্তে স্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সনদপত্র দিয়ে সম্প্রতি আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার সাময়িক অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

শর্ত দুটি হলো- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত প্রোগ্রামসমূহের জন্য লাইব্রেরিতে পুস্তক, জার্নালের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এছাড়া লাইব্রেরিতে বাংলাদেশী লেখকদের মূল বই সংগ্রহ করতে হবে। সেই সাথে একজন পূর্ণকালীন লাইব্রেরিয়ান নিয়োগ করতে হবে; কম্পিউটার ল্যাবে সর্বশেষ সংস্করণের প্রসেসর (কোর আই ৯) ক্রয় করতে হবে এবং ল্যাবের আধুনিকায়ন করতে হবে।

এর আগে চলতি বছরের ১৭ ও ১১ এপ্রিল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি বাংলাদেশ ও তিস্তা ইউনিভার্সিটি নামে দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার। তার আগে ২৬ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, খুলনা’ নামে নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছিল। সব মিলিয়ে চলতি বছরের এ পর্যন্ত ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬