কুবিতে ভর্তির সুযোগ চেয়ে আবেদন করলেন সেই মিতু

২১ নভেম্বর ২০২২, ১২:৩৮ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের 'ভুলে' ভর্তিবঞ্চিত কামরুন্নাহার মিতু ভর্তির সুযোগ চেয়ে আবেদন করেছেন।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বরাবর আবেদন করেন তিনি। আবেদনের অনুলিপি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারকেও। 

আবেদনপত্রে মিতু বলেন, গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত 'বি' ইউনিটের প্রথম মেধাতালিকায় নিজের নাম দেখতে না পেয়ে দ্বিতীয় মেধাতালিকার জন্য অপেক্ষা করতে থাকেন। ১৬ নভেম্বর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পর সেটি ডাউনলোড করতে গিয়ে প্রথম মেধাতালিকায় নিজের নাম দেখতে পান তিনি। পরদিন ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া প্রার্থীদের ভর্তির সময়সীমা শেষ হয়ে গেছে বলে তাঁর ভর্তি নেওয়া হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বলেন, 'এ বিষয়ে এখনই মন্তব্য করতে পারব না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলে দেখব।'

নতুন প্রজন্মকে আদব শেখাতে শেখ সাদীর কবিতার পঙতি পাঠ করলেন ম…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, তিন দিন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোলায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage