হাজংদের সংগ্রামমুখর ঐতিহ্যের প্রামান্যচিত্র প্রদর্শন

হাজংদের জাতির সংগ্রামের ইতিহাস নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন
হাজংদের জাতির সংগ্রামের ইতিহাস নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন  © টিডিসি ফটো

বাংলাদেশের হাজং সম্প্রদায়ের সংগ্রামের ইতিহাস নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) ‘অনন্দিত হাজং বিদ্রোহ’ প্রামাণ্যচিত্র(ডকুমেন্টারি) প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) চলচ্চিত্র আন্দোলনের উদ্যোগে প্রামাণ্যচিত্রের পাশাপাশি রুপস্রী হাজংয়ের একক চিত্রকর্ম (পেইন্টিং) ও হস্তশিল্প (ক্রাফট) প্রদর্শনী হয়েছে। 

চলচ্চিত্র আন্দোলন সংগঠনের একজন সদস্য জানান, ১৯৩৭ থেকে ১৯৫২ পর্যন্ত বৃহত্তর নেত্রকোনা অঞ্চলে টঙ্ক আন্দোলন সংঘটিত হয়। এই আন্দোলনে হাজংদের বীরত্ব ইতিহাসে অবমূল্যায়িত বা গোপন রয়ে গেছে। হাজংদের ওপর হওয়া নির্যাতন ও নিপীড়নের চিত্র রয়ে গেছে আড়ালে বলেও জানান তিনি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সিইই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, ভাতাসহ আসা যাওয়ার-খরচ ফ্রি

তিনি জানান, ব্রিটিশ আর পাকিস্তানি রাজত্বে বহু খুন, গুম, ধর্ষণ, কমিউনিস্ট পার্টির ভুল নেতৃত্ব, বহুজাতিক রাষ্ট্রের বদলে জাতি রাষ্ট্রের কারাগার সব কিছুর বিপরীতে হাজংদের হার না মানা সংগ্রাম ইতিহাসে অমর হয়ে থাকবে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট প্রাঙ্গণে সম্পূর্ণ চলচ্চিত্র আন্দোলন সদস্যদের ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় এ  প্রদর্শনী সম্পন্ন হয়। প্রদর্শনী আগামীকাল ১৬ নভেম্বর পর্যন্ত। 


সর্বশেষ সংবাদ