বিদেশ ও ক্যাম্পাসে না যাওয়া শর্তে সাপেক্ষে নর্থ সাউথের দুই ট্রাস্টিকে জামিন

১০ নভেম্বর ২০২২, ০২:৪৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM

© ফাইল ছবি

অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক দুই সদস্য এম এ কাশেম ও রেহানা রহমানকে দুটি শর্তে জামিন দিয়েছে হাইকোর্ট। জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, দুটি শর্তে তাদের আদালত আজকে জামিন দিয়েছেন। শর্ত দুটির মধ্যে একটি হলো দেশের বাইরে যেতে পারবেন না এবং অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা যেতে পারবেন না।

এম এ কাশেম ও রেহানা রহমানকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে গত ২ আগস্ট রুল জারি করেছিল বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। ওই রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার রায় হয়।

চলতি বছরের ৫ মে মামলাটি করে দুদক। মামলায় আসামি করা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চার সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহানকে।

নর্থ সাউথের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দীন আহমেদ, আশালয় হাউজিংয়ের আমিন মো. হিলালীকেও আসামি করা হয়।

বিএমইউ প্রোভিসির সাথে জাপানের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাধামর ছড়ার স্থায়ী বাঁধের অপেক্ষায় খাগড়াছড়ির ১৮০ পরিবার
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি
  • ২৮ জানুয়ারি ২০২৬
চালক সংকটে বন্ধ জাবিপ্রবির বাস, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ জানুয়ারি ২০২৬
৪ বিভাগে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রের ‘ইন্ডিপেনড…
  • ২৮ জানুয়ারি ২০২৬
মির্জা আব্বাস ও নাসিরুদ্দিনের সঙ্গে ডিবেট করতে চান মেঘনা আলম
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage