আইআইইউসিতে বিজনেস ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আইআইইউসিতে বিজনেস ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আইআইইউসিতে বিজনেস ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  © টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের(আইআইইউসি) বিজনেস ক্লাবের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) আইআইইউসি ‘র সেন্ট্রাল অডিটোরিয়ামের সেমিনার হলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

এ দিন পুরস্কার দেয়া হয় আইআইইউসি ‘র ফিমেল চ্যাপ্টারের  আয়োজিত খেলাধুলার ৫টি ইভেন্ট এবং ডিবেট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে। অনুষ্ঠানে খেলাধুলার ৫টি ইভেন্ট এবং ডিবেট প্রতিযোগিতায় বিজয়ী মোট ২২ জন ছাত্রীকে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী । 

অনুষ্ঠানে রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘তোমাদের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। হযরত খাদীজা (রা:) যেমন অনুরাগী স্ত্রী ছিলেন তেমনই একজন বড় ব্যবসায়ী ছিলেন, উনার মতো আমাদের মেয়েদের সংসারের পাশাপাশি ক্যারিয়ারও গড়ে তুলতে হবে বলেও অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তিনি।  

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটিতে

আইআইইউসি বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর ড. নাজিম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসি’র উপ উপাচার্য ও ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ -এর অধ্যাপক ড. মছরুরুল মওলা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ এমদাদ হোসেন।   

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর ড. নাজিম উদ্দীন। তাছাড়া, আরো বক্তব্য রাখেন এমবিএ ও এমবিএম প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর ড. আবদুল্লাহিল মামুন, বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর নাহিদ সুলতানা এবং ড. নাজনীন জাহান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের নিয়ে কেক কাটার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি।


সর্বশেষ সংবাদ