বড় নিয়োগ বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ৩২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

১১ জানুয়ারি ২০২৬, ১১:১৬ AM
সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগে আবেদন চলছে আবুল খায়ের গ্রুপে

সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগে আবেদন চলছে আবুল খায়ের গ্রুপে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)’ পদে ৩২০ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের ৮ থেকে ২৮ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ;

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর);

পদসংখ্যা: ৩২০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১১,০০০-২২,০০০ টাকা;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, পদ ৭০, সরাসরি মৌখিক পরীক্ষা ১৭ জানুয়ারি

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ঠিকানায় উপস্থিত হয়ে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

আরও পড়ুন: যমুনা গ্রুপে বড় নিয়োগ, পদ ৫০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

মৌখিক পরীক্ষার সময়—

সকাল ১০টা থেকে বেলা ১টা;     

মৌখিক পরীক্ষার স্থান: প্রান্ত ভিলা, হাউস ৭৫, রোড-৯/এ, ধানমন্ডি, ঢাকা (স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের পেছনে);

তারিখ: ৮ জানুয়ারি ও ২৯ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: ডিস্ট্রিবিউটর অফিস (সুন্দরবন কুরিয়ারের পাশে), আড়াইহাজার বাজার, নারায়ণগঞ্জ;

তারিখ: ৮ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: ওষুধ ফ্যাক্টরি মোড়ের বিপরীতে (আকন ভ্যারাইটিস স্টোরের পাশে), পোর্ট রোড, হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা;

তারিখ: ৮ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: মেগা কমপ্লেক্স, কাঁচপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ (ডাচ্‌-বাংলা ব্যাংক ভবনের নিচতলায়);

তারিখ: ১১ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: কাজী অফিস গলি, কিল্লার পুল, নারায়ণগঞ্জ (বরফ কলের বিপরীত পাশে);

তারিখ: ১১ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: কাজী ফার্মস কিচেন (স্পাইসি হিল), মারী স্টেডিয়াম, রাঙ্গামাটি;

তারিখ: ১১ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: স্বপ্নচূড়া সুপার সপ, বান্দরবান বাজার মসজিদের পাশে, বান্দরবান সদর, বান্দরবান;

তারিখ: ১১ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: (জামাল কামাল হাউজ), কুচাইতলী মেডিকেল রোড, কুমিল্লা সদর, কুমিল্লা (আদর্শ সদর উপজেলা গেটের বিপরীতে);

তারিখ: ১২ জানুয়ারি ও ২৬ জানুয়ারি; 

মৌখিক পরীক্ষার স্থান: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সড়ক, মাদারশাহ, ত্রিমোহোনি রোড় (উডল্যান্ড বাবু স্টোরের বিপরীত পাশে), কুষ্টিয়া;

তারিখ: ১২ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: মুন্সিগঞ্জ দশতলা মোড়, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ (উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গেটের সামনে);

তারিখ: ১২ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: এ আর করপোরেশন (দেশ হাসপাতালের বিপরীতে), গোহাইল রোড়, ঘোড়াপট্টি, সাতমাথা, বগুড়া সদর, বগুড়া;

তারিখ: ১৩ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: (মেসার্স ফারুক ট্রেডার্স), বকুলতলা, লঞ্চ ঘাট রোড, পাল বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর;

তারিখ: ১৩ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: বাসা নম্বর-৪৭/১, রোড নম্বর-১, দক্ষিণ সেনপাড়া, রংপুর সদর, রংপুর;

তারিখ: ১৪ জানুয়ারি ও ২৭ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: (শাহ আলম অ্যান্ড সন্স), ব্যাংক রোড, চৌমুহনী পশ্চিম বাজার, বেগমগঞ্জ, নোয়াখালী;

তারিখ: ১৪ জানুয়ারি ও ২৭ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: জোহুরা এন্টারপ্রাইজ, চারখুটার মোড়, কোর্ট স্টেশন রোড, রাজশাহী সদর, রাজশাহী;

তারিখ: ১৪ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: বদর টাওয়ার, ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় তলা, ই-ব্লক-শাহজালাল উপসহর-সিলেট সদর, সিলেট;

তারিখ: ১৪ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: আকুয়া বাইপাস, মুক্তাগাছা রোড, ময়মনসিংহ;

তারিখ: ১৪ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: মুক্তির মোড়, থানা রোড, সাভার (মুক্তি হাসপাতাল সংলগ্ন রেডিয়েন্ট ফার্মা ডিপো গলি);

তারিখ: ১৪ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: দীঘাপতিয়া হাইস্কুল রোড়, দুই তলা মসজিদের বিপরীত পাশে, নাটোর সদর, নাটোর;

তারিখ: ১৫ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: মোকাম বাড়ী, পইল রোড, শায়েস্তা নগর, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ;

তারিখ: ১৫ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: সাবালিয়া রেল স্টেশন রোড (ঘারিন্দা বাইপাস থেকে লাকি বিড়ি ফ্যাক্টরির ২০০ গজ সামনে), টাঙ্গাইল;

তারিখ: ১৫ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: ১৪৯/১৫৫, ডিপো অফিস, সোনালী টোব্যাকো রোড, মিল গেট, টঙ্গী;

তারিখ: ১৫ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: ডিপো অফিস, (আত্-তাকওয়া ম্যানশনের পূর্ব পাশের গলি) রায়ের মহল বড় মসজিদের বিপরীত পাশে, বয়রা বাজার, খুলনা সদর, খুলনা;

তারিখ: ১৭ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: (পুরাতন পৌর বাস স্ট্যান্ড) জুগিডর, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার;

তারিখ: ১৭ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: ভালুকা ফায়ার সার্ভিস অফিসের পেছনে,গ্রামীন ব্যাংক এরিয়া অফিসের নীচ তলা , ভালুকা পৌরসভা,ভালুকা;

তারিখ: ১৭ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: নিজাম প্লাজা, পল্লীবিদ্যুৎ, আশুলিয়া, সাভার (ডাচ্‌-বাংলা ব্যাংকের বুথ সংলগ্ন);

তারিখ: ১৭ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: নাভানা এফ.এস. কসমো, বাড়িঃ ৪/বি (২য় তলা), রোডঃ ৯৪, গুলশান-২, ঢাকা-১২১২ (বিএফসি রেস্টুরেন্টের বিপরীতে);

তারিখ: ১৮ জানুয়ারি ও ২৫ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: (ইউরেকা পলিটেকনিক্যাল), আলী চেয়ারম্যান মার্কেট, ছয় মাইল, বাবুগঞ্জ, বরিশাল সদর, বরিশাল;

তারিখ: ১৮ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: হক ভিলা (সমবায় মার্কেটের পাশে), মোলভীপাড়া মোড়, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া;

তারিখ: ১৮ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: চৌরাস্তা মোড় লিংক রোড ( কনফিডেন্স কোচিং সেন্টারের পাশে), গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ;

তারিখ: ১৮ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: (দারুল এহসান মাদ্রাসার বিপরীতে), কুলপদ্দি চৌরাস্তা, কালকিনি রোড, মাদারীপুর সদর, মাদারীপুর;

তারিখ: ১৯ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: খাজার ডেগ, বাগান বাড়ি রোড, ভৈরব বাজার (খাদেম ট্রান্সপোর্টের পাশে), ভৈরব;

তারিখ: ১৯ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: চুন্নু ভবন, রওশন খান সড়ক (গ্রীন হসপিটালের পাশে), আলীপুর, ফরিদপুর সদর, ফরিদপুর;

তারিখ: ২০ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: কামারগাঁও, নরসিংদী সদর, নরসিংদী। (বড় মসজিদ সংলগ্ন);

তারিখ: ২০ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের গ্রুপ, হেড অফিস (ইউনিট -২), ডি.টি. রোড, পাহাড়তলী, চট্টগ্রাম;

তারিখ: ২৪ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: চাউল বাজার (রুপন স্টোরের পাশে), বাজার ঘাটা, ফুলবাগ রোড, কক্সবাজার সদর, কক্সবাজার;

তারিখ: ২৪ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: ইকবাল স্কুল মোড়, পাহাড়পুর রোড, দিনাজপুর সদর, দিনাজপুর (পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন);

তারিখ: ২৬ জানুয়ারি;

মৌখিক পরীক্ষার স্থান: পিয়াংকা ভবন, ঝুমুর, লক্ষীপুর সদর, লক্ষীপুর (হিরো শোরুমের বিপরীত পাশে);

তারিখ: ২৮ জানুয়ারি;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9