শিক্ষার্থীদের মধ্যে এখনও গণিতভীতি লক্ষ্য করা যায়: গণশিক্ষা প্রতিমন্ত্রী

  © টিডিসি ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, আমাদের দেশের শিক্ষার্থীরা বিশ্বের যে কোন দেশের শিক্ষার্থীদের চেয়ে মেধাবী। তবে তাদের মধ্যে এখনও কিছুটা গণিতভীতি লক্ষ্য করা যায়। গণিতভীতি থাকলে কোনদিন গণিতে দক্ষ একটি জাতি হিসেবে গড়ে উঠতে পারবে না। আর বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে গণিতে অত্যন্ত দক্ষ হওয়ার কোন বিকল্প নেই। 

সোমবার রাজধানীর মিরপুরে ঢাকা পিটিআই অডিটোরিয়ামে ‘গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই’ শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ আকরাম-আল-হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

প্রতিমন্ত্রী বলেন, যে জাতি যত উন্নত ও সমৃদ্ধশালী সেই জাতির শিক্ষাব্যবস্থা তত উন্নত। বর্তমান সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আজকের শিশুরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বলেন, মানব নির্মিত রোবট তাদের বুদ্ধিমত্তা দিয়ে বিশ্বে বিভিন্ন কাজে অবদান রেখে চলেছে। রোবটকে চ্যালেঞ্জ করতে হলে আজকের শিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন ভুল প্রমাণিত করে ৬৫ শতাংশ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে পড়াতে ও লিখাতে সক্ষম হয়েছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ৬ মাসের মধ্যে ৭০ শতাংশের বেশি আমাদের শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি বিষয়ে পড়তে ও লিখতে পারবে। তিনি আরও বলেন, গণিতের মতো ইংরেজিতেও শিক্ষার্থীদের পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ পদ্ধতি চালু করা হবে।

সচিব অনুষ্ঠানে আগত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের ক্ষেত্রে কোন অনিয়ম সহ্য করা হবে না। তিনি স্বচ্ছতার সাথে পদায়নের পর তাদের দায়িত্ব সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে ৭ দিনের জন্য জেলা পর্যায়ে একটি কর্মশালার আয়োজনের নির্দেশ দেন।


সর্বশেষ সংবাদ