প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নভেম্বরে
খুব শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রজ্ঞাপিত নিয়োগবিধি সংশোধনের প্রজ্ঞাপন জারি হলেই আগামী নভেম্বর মাসেই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। খবর বাসসের।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, সারা দেশে বর্তমানে প্রায় ১৩ হাজার ৫০০টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক নিয়োগ বিধিমালা হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। খুব অল্প সময়ের মধ্যেই, অর্থাৎ আগামী নভেম্বর মাসে বিজ্ঞপ্তি দিতে পারবেন বলে জানান তিনি।
আরও পড়ুন: অবশেষে প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ‘মিড ডে মিল’
তিনি আরও বলেন, এর পাশাপাশি দীর্ঘদিনের একটি সমস্যা রয়ে গেছে; বর্তমানে প্রায় ৩২ হাজার সহকারী শিক্ষক চলতি দায়িত্বে বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি নিঃসন্দেহে তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।
মহাপরিচালক জানান, পদগুলো শূন্য থাকা সত্ত্বেও একটি মামলার কারণে তারা পদোন্নতি পাচ্ছেন না। আশা করছি খুব শিগগিরই ওই মামলার রায় হবে। রায় হলে এই ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ পূরণ করা যাবে এবং একই সঙ্গে সহকারী শিক্ষকের পদগুলোও শূন্য হবে। এরপর ঐ ৩২ হাজার পদেও নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে।