প্রাথমিক শিক্ষকদের জন্য ফের চালু হচ্ছে হাওড়, দ্বীপ ও চরাঞ্চল ভাতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:১১ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৩:২১ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য আবারও হাওড়, দ্বীপ ও চরাঞ্চল ভাতা চালু করে হয়েছে। আগামী জুলাই মাস থেকে এটি কার্যকর হবে।সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।
প্রজ্ঞাপনে হাওড়, দ্বীপ ও চর এলাকার স্থায়ী বাসিন্দাদের নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন ভাতা না পাওয়ার পূর্বশর্তটিও বাতিল করা হয়েছে। এই ভাতার আওতাভুক্ত সম্ভাব্য এলাকাগুলো হলো সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালীর হাওড়-চর এলাকা।