নুর-মামুনদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৬:৩০ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২০, ০৬:৫৮ PM
রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ সব আসামির গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছেন তারা।
আজ শনিবার মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহবুব ধর্ষণে সহযোগিতার মামলায় নুর ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের আহ্বান জানান।
এ সময় নুর-মামুনদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা সনেট মাহবুব। তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নুর-মামুনদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন করা হবে। এ ছাড়া সারা দেশে বিভিন্ন ধর্ষণের ঘটনায় রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনাসহ যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সবাইকে গ্রেফতার করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বোনকে যে ধর্ষণ করা হয়েছে, তার আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। তাদের যতক্ষণ গ্রেফতার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করব।
এদিকে সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে করা দায়েরকৃত ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনরত শুরু করেছে ভুক্তভোগী ছাত্রী। শুক্রবার (৯ অক্টোবর) রাতে টানা ২৭ ঘণ্টা অনশনের কারণে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। হাসপাতালে না গিয়ে সেই শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশেই অনশন চালিয়ে যাচ্ছেন।