আবরার হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

০৭ অক্টোবর ২০২০, ০৩:৩৪ PM
ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

আবরার ফাহাদের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঢাবি ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাবির কার্জন হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি মামুন খান, মাজেদুল ইসলাম রুমন, ওমর ফারুক কাওসার, সাজিদ হাসান বাবু, মাহমুদুল হাসান বাপ্পী, মোস্তাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক মারুফ এলাহী রনি, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সুলতানা জেসমিন জুঁই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক আকতার হোসেন, এইচ.এম. আবু জাফর, সোহেল রানা, আশিকুর রহমান, এবিএম ইজাজুল কবির রুয়েল, আবু সুফিয়ান, মোঃ আরিফুল ইসলাম আরিফ, লিটন এ আর খান,শরিফুল প্রধান শরিফ, বায়োজিদ হোসাইন, এনায়েত উল্লাহ শরিফ, ঢাবি ছাত্রদলের শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ফরহাদ সহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ হলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে ঢাকা কলেজসহ প্রায় তিন শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা আবরার ফাহাদ হত্যাকান্ডে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের ফাঁসির দাবি জানান।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬