আওয়ামী লীগ সরকার ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে না: তথ্যমন্ত্রী

০৫ অক্টোবর ২০২০, ০৫:২১ PM
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার ধর্ষণকারীদের প্রশ্রয় দিচ্ছে না। অভিযোগ পেলেই দলীয় পরিচয় আমলে না নিয়ে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করছে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধামন্ত্রী শেখ হাসিনার জীবনভিত্তিক শিশুতোষ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত, যারা এগুলো করছে, তারা হচ্ছে দুষ্কৃতকারী। তাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না। সরকার এ ধরনের দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমনে বদ্ধপরিকর। এর আগেও এ ধরনের যেসব ঘটনা ঘটেছে, অনেকগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। রাজনৈতিক পরিচয়ে কেউ ছাড় পায়নি, পাবেও না।

তিনি বলেন, এ (নির্যাতন) ধরনের ঘটনা যে আগে ঘটেনি এমন নয়। আগে সামাজিক যোগাযোগমাধ্যমের এমন ব্যাপকতা ছিল না। তাই অনেক ঘটনাই আড়ালে থেকে যেত। এখন প্রায় সব ঘটনাই প্রকাশ্যে আসে। এ বিষয়টি ভালো। যারা সমাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়গুলো তুলে ধরছেন তাদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, মানুষের জবাবদিহির জায়গা আগের থেকে অনেক বেড়েছে। আগে এ ধরনের ঘটনা প্রকাশ পেত না। এখন সব ঘটনাই প্রকাশ্যে আসে। এতে করে সরকারের ব্যবস্থা নিতে সহজ হচ্ছে। দেশে নারী ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে অনেক পুরস্কার পেয়েছেন। সুতরাং অতীতের যেকোনো সময়ের চেয়ে জবাবদিহি বেড়েছে।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬