ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের   © ফাইল ফটো

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ধর্ষণের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

আজ সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় দেশের সবার জন্য নিরাপদ চলাচল ও নারীর প্রতি সহিংসতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘সম্প্রতি ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এটি নিঃসন্দেহে নিন্দনীয় অপরাধ ও সামাজিক ব্যাধি। এসব ঘৃণিত কাজের সঙ্গে যারা জড়িত, তারা বিকৃত রুচির। সরকার এ অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় শাস্তি দিচ্ছে। সম্প্রতি পাশের দেশেও এমন ঘটনা তীব্র আকার ধারণ করেছে।’

তিনি বলেন, ‘সব ইস্যু নিয়ে রাজনীতি করার প্রয়োজন নেই। অন্তত এ ধরনের ইস্যু নিয়ে রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সেচ্ছাসেবী সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এটার দায় আমরা এড়াতে পারি না। সরকার ক্ষমতায়, কি করে দায় এড়াবে।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেকটি বিষয়ে সরকার দায়িত্ব নিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে যারাই জড়িত, আমাদের দলীয় পরিচয়ে থাকলেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। রিফাত হত্যা মামলা, ফেনীর নুসরাতের রায় হলো। বিচার তো হচ্ছেই। ওয়াহিদার ওপর হামলা হয়েছে। দলীয় পরিচয়ও শোনা গেছে। আবরার হত্যাকাণ্ডে ছাত্রলীগের পরিচয় ছিলো।’ তাদেরর কি শাস্তি থেকে ছাড় দেওয়া হয়েছে? এমন প্রশ্নও রাখেন তিনি।


সর্বশেষ সংবাদ