করোনা সংকট

শিক্ষার্থীদের বাড়িভাড়া অর্ধেক কমানোর দাবিতে স্বতন্ত্র জোটের স্মারকলিপি

২১ জুন ২০২০, ০৫:১৯ PM

© টিডিসি ফটো

চলমানে করোনা সংকটে রাজধানী ছেড়ে বাড়িতে চলে যাওয়া শিক্ষার্থীদের বাড়িভাড়া ৫০% মওকুফের দাবিতে ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রিক ছাত্রসংঠন স্বতন্ত্র জোটের প্রতিনিধিরা। আজ রবিবার (২১ জুন) পৃথক পৃথকভাবে জোটের প্রতিনিধিরা এ স্মারকলিপি প্রদান করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ জনসন রোডে অবস্থিত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা জেলার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে স্মারকলিপি পেশ করেন স্বতন্ত্র জোটের প্রতিনিধিরা। এসময় জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অরণি সেমন্তি খান, তাওহিদ তানজিম ও শামস নূর। প্রতিনিধিরা জেলা প্রশাসকের সঙ্গে আলাপে বাড়ির মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যতদিন সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে, শিক্ষার্থীদের ততদিনের বাড়িভাড়া অন্তত ৫০% হ্রাস করার আবেদন জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একইদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামানের কাছেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসভাড়া হ্রাসের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করার কথা ছিল। কিন্তু সিনেট অধিবেশন থাকায় তিনি আজ কার্যালয়ে আসেননি। উপাচার্যের কার্যালয়ের কর্মকর্তারা উপাচার্যের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।

শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নি…
  • ২৯ জানুয়ারি ২০২৬