সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য সাদ এরশাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় পার্টির এক নেতাকে এ ঘটনায় আটক করেছে তাজহাট থানা পুলিশ।
সাদ এরশাদ অভিযোগ করে বলেন, মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় তার বাসভবন পল্লী নিবাসের সামনে বসে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এসময় উপস্থিত হয়ে সেখানকার ২৭ নম্বর ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান গালাগাল শুরু করে তাকে।
একপর্যায়ে তিনি হামলা চালালে উপস্থিত অন্যরা বাধা দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করেন। এ হামলার জন্য সাদ এরশাদ নগর কমিটির সভাপতি এবং রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাকে দায়ী করেছেন।