মাদক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১২ অক্টোবর ২০১৯, ০৫:২৪ PM
যুবলীগ নেতা রিপন তালুকদার

যুবলীগ নেতা রিপন তালুকদার © সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে মাদক মামলায় রিপন তালুকদার নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের উপজেলা রোডের জেলখানা মোড় এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন তালুকদার উপজেলার মুচারিয়া পাথারপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে এবং গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

সখীপুর উপজেলা যুবলীগের সভাপিত এমএ সবুর ও সাধারণ সম্পাদক আলমাস আজাদ জানান, মাদক মামলায় গ্রেফতারকৃত গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদারের মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে সখীপুর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) বদিউজ্জামান জানান, রিপন তালুকদারের নামে মাদক মামলাসহ দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সে একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে আজ শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ: যুবলীগ
জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage