রওশনকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা

  © ফাইল ফটো

জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই এবার জিএম কাদেরকে প্রত্যাহার করে রওশন এরশাদকে নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। আগামী ৬ মাসের মধ্যে কাউন্সিল করে নতুন চেয়ারম্যান নির্বাচনেরও ঘোষণা দেন তিনি।

এসময় রওশন এরশাদের গুলশানের বাসভবনের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন জিএম কাদেরকে কো-চেয়ারম্যানের পদ গ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনকে ঘিরে সকাল থেকেই রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন। দুপুর বারোটায় শুরু হয় সংবাদ সম্মেলন। এসময় রওশন এরশাদ পার্টির মধ্যে বিভক্তির বিষয়ে শঙ্কা জানান। বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রওশন এরমাদ বলেন, জাতীয় পার্টি অতীতে একবার ভাগ হয়েছিল, জেপি জাতীয় পার্টি, আরেকবার ভাগ হয়েছিল নাজিমুদ্দিন জাতীয় পার্টি। এবারও কী তাই হচ্ছে নাকি? আপনাদের দেশ ও মানুষের স্বার্থে জাতীয় পার্টির পতাকা তলে আসুন।

এরপর পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ রওশন এরশাদকেই পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। জিএম কাদেরের বিরুদ্ধে এককভাবে দলীয় সিদ্ধান্ত নেয়ার অভিযোগ তুলে তাকে চেয়ারম্যান পদ ছেড়ে কো-চেয়ারম্যান পদ গ্রহণের আহবান জানান।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বেগম রওশন এরশাদ আজ থেকে পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

কাউন্সিলের মাধ্যমে ৬ মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচন ও মহাসচিব হিসেবে রাঙ্গার নামই ঘোষণা করেন আনিসুল ইসলাম।

আনিসুল ইসলাম বলেন, আগামী ৬ মাসের মধ্যে একটা কাউন্সিল মিটিং করে নতুন চেয়ারম্যান নির্বাচিত করবো।

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৮ জুলাই জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা করেন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। কিন্তু চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলীয় কোন ফোরামেই অংশ নেননি রওশন এরশাদ ও তার সমর্থকরা। বিভিন্ন সময়ে দুই পক্ষকে পাল্টাপাল্টি অবস্থান নিতে দেখা গেছে।


সর্বশেষ সংবাদ