ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আনুষ্ঠানিক থিম সং প্রকাশ করেছে এনসিপি © টিডিস ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আনুষ্ঠানিক থিম সং প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গানের শিরোনাম ‘ভোটের মিছিলে আমার প্রতীক শাপলা কলি’। আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় যাদুঘরের সামনে আয়োজিত মাদুর পেতে থিম সং অনুষ্ঠানে গানটি উদযাপন করা হয়।
সরেজমিনে দেখা যায়, অনুষ্ঠানে মাদুর পেতে অবস্থান নিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। সেখানে নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা রয়েছেন। এছাড়াও এনসিপি নেতাকর্মীদের বাইরেও অনেক উৎসুক জনতা ভিড় করেন অনুষ্ঠানে। এসময় ঢাক-ঢোল পিটিয়ে অনুষ্ঠানের ্ন্মাদনা বাড়াতে দেখা যায় এনসিপি নেতাকর্মীদের।
গানটি প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এসময় তিনি বলেন, গণভোট ও নির্বাচনি থিম সং রাজপথ থেকে প্রকাশ করতে চেয়েছি। আমরা ফাইভ স্টার হোটেল ভাড়া করে পারিনি। সমাজের বিভিন্ন শ্রেণিপেশার যেসব মানুষ আছেন, তাদের সঙ্গে নিয়েই আমরা গান প্রকাশ করতে চেয়েছি। এমন কোনো জায়গায় করতে চাইনি, যেখানে তাদের প্রবেশের অধিকার নেই।
তিনি আরও বলেন, আমাদের গণভোটের গানটি যোবায়ের শুরুতে এআই দিয়ে প্রকাশ করেছিল। এবার তা প্রপার প্রোডাকশান করা হয়েছে। জাতীয় নির্বাচনে গানে আমরা নির্বাচনে যেসব বিষয় নিয়ে আসতে চাচ্ছি, তা রয়েছে। সর্বোচ্চ ভালো করার চেষ্টা করছি।