বিএনপির লোগো © সংগৃহীত
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে আজীবন বহিষ্কৃত বিএনপির পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সংশ্লিষ্ট পাঁচ নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুনর্বহাল হওয়া নেতারা হলেন—বরিশাল মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব জিয়াউল হক মাসুম, বরিশাল জেলা তাঁতীদলের সাবেক সভাপতি কাজী মো. সাহিন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. আবুল হোসেন প্রধানীয়া, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মতিন মেম্বার এবং কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমান জিহাদ।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের শোকজ করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলেও দল তাদের ব্যাখ্যাকে সন্তোষজনক মনে না করায় আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
দলীয় চিঠিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তারা খুন, গুম ও নির্যাতনের শিকার পরিবারসহ গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। গণতন্ত্র উদ্ধারের আন্দোলনের ইতিহাসে তাদের নাম বেঈমান, বিশ্বাসঘাতক ও ‘মীর জাফর’ হিসেবে উচ্চারিত হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।