কক্সবাজার-২ আসন
ড. হামিদুর রহমান আযাদ © সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র পুনরায় বৈধ ঘোষণা করা হয়েছে। আপিল শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা তার আগের বাতিল হওয়া মনোনয়নপত্রের সিদ্ধান্ত পরিবর্তন করেন।
এর আগে রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে আজ শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা ড. হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রথমে তার মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরবর্তী সময়ে মামলাসংক্রান্ত জটিলতার কারণে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীর বিরুদ্ধে চলমান কয়েকটি মামলার তথ্য উঠে আসায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তী সময়ে ড. হামিদুর রহমান আযাদ আপিল করলে সংশ্লিষ্ট কাগজপত্র ও আইনি দিক পর্যালোচনা শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
ড. হামিদুর রহমান আযাদ বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। এ প্রক্রিয়ায় বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র সাময়িক স্থগিত ও বাতিলের সিদ্ধান্ত আসছে।