চব্বিশ ঘণ্টার মধ্যে মুছাব্বিরের খুনিদের গ্রেফতারের আল্টিমেটাম স্বেচ্ছাসেবক দলের

০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ PM
স্বেচ্ছাসেবক দলের লোগো

স্বেচ্ছাসেবক দলের লোগো © সংগৃহীত

আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি হুশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুছাব্বিরের জানাজার নামাজের আগে দলটির সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী ও সহসভাপতি ফখরুল ইসলাম রবিন কর্মসূচি ঘোষণা করেন।

তারা বলেন, মুছাব্বিরের হত্যাকারী দুস্কতিকারীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। এই গ্রেফতারের দাবিতে শনিবার ঢাকা মহানগরসহ সারাদেশে মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। এর মধ্যে মুছাব্বিরের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে স্বেচ্ছাসেবক দল কঠোর কর্মসূচি দেবে।

আগেরদিন বুধবার রাতে ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে সন্ত্রাসীরা গুলি করলে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। বহস্পতিবার তার স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামা আসামী করে তেজগাঁও থানায় মামলা করেছেন।

বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হয় মুছাব্বিরের কফিন। সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, এসএম জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলীসহ নেতাকর্মীরা অংশ নেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, আমি বলব, অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তারা যারাই হোক অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমি সরকারকে বলতে চাই আপনারা বলেছেন, আপনারা নির্বাচন করবেন। আমরা আপনাদের কথায় বিশ্বাস করিছি, আপনার নির্বাচনের তারিখ দিয়েছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি।

তিনি বলেন, কিন্তু যখন আমরা দেখি এখন পর্যন্ত ওমান হাদি হত্যার মূল হত্যাকারীরা গ্রেফতার হন নাই কিন্তু হত্যাকারীরা এখনো গ্রেফতার হন নাই এবং এখন পর্যন্ত আমরা মুছাব্বিরের যে হত্যাকারী যে হত্যাকাণ্ড হয়েছে যদিও বেশিক্ষণ হয় নাই….এখানে আমাদের সহকর্মীরা বলেছেন, ২৪ ঘন্টা সময় দিয়েছেন। আমরা আশা করব এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। তা না হলে ধরে নেব আপনাদের আন্তরিকতায় কোন ঘাটতি আছে অথবা আপনারা পারবেন না। তাই সরকারকে বলব, কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।
 
হাবিব উন নবী খান সোহেল বলেন, এই পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবার যে লড়াই চলছে কোন হত্যাকাণ্ড সে লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে না, কোন রক্তপাত সেই লড়াইয়ের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।

তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আমরা নির্ধারিত সময়েই জনগণের সরকার জনগণের ভোটের মাধ্যমেই আমরা নির্বাচিত করব, কোন ষড়যন্ত্রই সেই পথে বাধা হতে পারবে না। ইনশল্লাহ আমাদের নেতা তারেক রহমান এখন আমাদের মাঝেই আছে। আমরা লড়াইকে তার যৌক্তিক পরিণতির দিকে যে কোন ত্যাগের বিনিময়ে যদি আমাদের আরো অনেকবার মুসাফির হতে হয় আমরা মুসাফির হব। কিন্তু আমরা আমাদের লড়াইকে আর যৌক্তিক নিয়ে যাব। 

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু বলেন, মুছাব্বির একজন দেশপ্রেমিক সাহসী সৈনিক। অনেকবার ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গ্রেফতার হয়েছে। একবার তাকে গুম করা হয়েছে। আমার মনে আছেন আমাদের নেতা রুহুল কবির রিজভী রাতে সংবাদ সম্মেলন করে মুছাব্বিরকে গুম করার খবর দেশবাসীকে জানায় গণমাধ্যমের মাধ্যমে। পরে গুম থেকে রক্ষা পেয়ে কারাগারে গেলে তার সাথে আমার দেখা হয়েছিলো। জাতীয়তাবাদী দলের একজন সাহসী কর্মী ছিলেন তিনি। তার এই হত্যাকান্ড মেনে নেয়া যায় না।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, একটি মহল নির্বাচন বানচাল করার জন্য হত্যাকান্ড সংঘটিত করছে। মুছাব্বির একজন সাহসী সৈনিক ছিলেন। শত শত মামলা, নিপীড়ন সহ্য করেছেন কিন্তু রাজপথ ছাড়েনি। আমরা মনে করি, মুছাব্বিরের হত্যা কান্ড নির্বাচন বানচালকারীদের চক্রান্তের অংশ। উদ্দেশ্য একটাই দেশকে অস্থিতিশীল করা। আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে সজাগ থাকতে হবে। 

ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন মুছাব্বিরেরে হত্যাকান্ডের নিন্দা জানিয়ে বলেন, সরকার ও  আইনশঙ্খখলা বাহিনীকে বলব. আপনারা মুছাব্বিরের হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করুন নইলে আমরা খুঁজে বের করব। এই হত্যা কোনোভাবে মেনে নেয়া যায় না।

পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9