ঢাকা–৯ আসনে উন্নয়ন ও নিরাপত্তাভিত্তিক রাজনীতির অঙ্গীকার হাবিবের

০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ PM
হাবিবুর রশিদ হাবিব

হাবিবুর রশিদ হাবিব © সংগৃহীত

ঢাকা–৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামে অংশ নিতে গিয়ে তাকে শতাধিক মামলার আসামি হতে হয়েছে এবং সাতবার কারাবরণ করতে হয়েছে। ৮৬ দিন রিমান্ডে নেওয়ার হয়েছিল। তবুও তিনি এলাকায় সন্তান হিসাবে জনগণের জন্যে রাজনীতি করে যাচ্ছেন।

বুধবার ৭ জানুয়ারি রাজধানীর খিলগাঁওয়ে খিলগাও মডেল কলেজের উদ্যোগে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা কুরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, বিগত দিনে আমাদের দল ক্ষমতায় থাকাকালে মির্জা আব্বাসের নেতৃত্বে এই এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। পরবর্তীতে নানা কারণে কিছু উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়েছে। আগামী দিনে আপনাদের সন্তান হিসেবে সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং নতুন নতুন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আমি আপনাদের পাশে থাকতে চাই।

হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী বাংলাদেশ হবে সবাইকে নিয়ে গড়া একটি বাংলাদেশ। সেই লক্ষ্যেই তিনি এলাকায় ঐক্য গড়ে তুলতে চান। আমরা চাই একটি নিরাপদ এলাকা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত সমাজ। সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেন তিনি।

এলাকার মুরুব্বিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, তিনি তাদেরকেই নিজের অভিভাবক মনে করেন এবং তাদের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়েই ভবিষ্যতের রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চান।

তিনি আরও বলেন, আমরা একটি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ চাই, যে বাংলাদেশ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে গিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

 তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে একটি সুন্দর এলাকা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬