বৃহস্পতিবার ৪৮ বছরে পা দিচ্ছে ছাত্রদল, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা

ছাত্রদল
ছাত্রদল  © লো

আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পা দিচ্ছে বিএনপির সহযোগী এই ছাত্র সংগঠনটি। ১৯৭৯ সালের ১ জানুয়ারি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত উপলক্ষে জাতীয়তাবাদী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আজ রবিবার (২৮ ডিসেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সকল জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন; সকাল ১১ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত; দুপুর ১২টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি; দুপুর ২টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি, ফার্মগেট) আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে আরও রয়েছে-ওইদিন সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগরসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে এবং সারাদেশে ছাত্রদলের সকল শহীদদের কবর জিয়ারত এবং গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সাথে সাক্ষাৎ করা হবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!