বিএনপি ছাড়া কেউ দেশ স্থিতিশীল রাখতে পারবে না: নুরুল হক নুর

২৮ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ PM
বক্তব্য রাখছেন নুরুল হক নুর

বক্তব্য রাখছেন নুরুল হক নুর © সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তির পক্ষে রাষ্ট্র পরিচালনা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, দেশকে সংকটমুক্ত রাখতে হলে আগামী দিনে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গলাচিপা বিএনপি কার্যালয়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন নুরুল হক নুর। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে তাকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় নুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় তারা।

নুর বলেন, গণ অধিকার পরিষদ ও বিএনপির মধ্যে সমঝোতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর আলোচনা চলছে। তবে সময়ই প্রমাণ করবে বিএনপি তাদের কীভাবে মূল্যায়ন করে। তারেক রহমানের সঙ্গে হওয়া সমঝোতার বিষয়ে তিনি বলেন, তার সঙ্গে আমাদের যে কমিটমেন্ট হয়েছে, তা প্রকাশ্যে আমরা বলবো না। আমরা জানি, তিনি কথা দিলে তা রাখেন।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত গণ অধিকার পরিষদের সঙ্গে একটি আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। তবে নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে, যা রাষ্ট্রের জন্য গভীর সংকট তৈরি করবে।

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে নুর বলেন, গণঅভ্যুত্থানের এক সাহসী কর্মী ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর সারাদেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ঘটনার প্রেক্ষাপটে গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি আরও ঘোলাটে হলে দেশ সংকটে পড়েছে—এমন অজুহাতে কেউ কেউ দায়িত্ব নেওয়ার নাটক করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুর বলেন, কেবল নির্বাচনই সংকট সমাধানের একমাত্র পথ নয়। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এতে দেশের উন্নয়ন, জনগণের নিরাপত্তা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি শক্তিশালী হবে।

তিনি বলেন, ব্যক্তিগত প্রাপ্তি কিংবা দলীয় আসনের সংখ্যা তার কাছে মুখ্য নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থই তাদের রাজনীতির মূল লক্ষ্য। তাই কোনো ধরনের ভাগ-বাটোয়ারার রাজনীতি এখানে প্রাধান্য পায়নি।

এসময় সভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব মিয়া, কেন্দ্রীয় যুবদল নেতা ইখতিয়ার কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিক খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাবুদ্দিন সিকদার, গণ অধিকার পরিষদের আন্তর্জাতিক সম্পাদক খাইরুল আমিন, গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির মুন্সি, জেলা সাবেক সদস্য সচিব শাহ আলম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনোয়ারায় যাত্রীবাহী বাসে তল্লাশি, ইয়াবাসহ আটক ২
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশে চাকরি, নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
  • ১৯ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার
  • ১৯ জানুয়ারি ২০২৬
দাবি আদায়ে ইসি সদিচ্ছা প্রকাশ না করলে সব পন্থা অবলম্বন করবো…
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র ও জামায়াতকে কেন্দ্রের আশপাশেও ঢুকতে দেব না: বিএন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9