দেরি হওয়ায় তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন বিএনপি নেতাদের

২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ PM
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন © সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৮ বছর পর মাতৃভূমিতে ফিরে পরদিন আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে মহান স্বাধীনতার বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কর্মসূচি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

কিন্তু রাজধানী ঢাকা থেকে সড়কপথে যাওয়ার সময় জনতার শুভেচ্ছার কারণে সময়মতো স্মৃতিসৌধে এখনও (সন্ধ্যা ৬টা) পৌঁছাতে পারেননি তারেক রহমান। সে কারণে জাতীয় স্মৃতিসৌধ বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানোর সম্ভব না হওয়ায় সন্ধ্যা ৫টা ৬ মিনিটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা। তবে তিনি স্মৃতিসৌধের পথে রয়েছেন। এর আগে জুমার নামাজের পর রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি।

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

লন্ডনে নির্বাসিত জীবন শেষে গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর পূর্বাচল ৩০০ ফিটে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতালে তার মা ও বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে দেখতে যান।

বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬